সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভা এলাকার দক্ষিণ বারাসাত হইতে গৌরহাট পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা। বেহাল ও খানা খন্দে ভর্তি। যদি একটু বৃষ্টি হয় হাঁটু সমান জল জমে যাচ্ছে রাস্তায় নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র-ছাত্রীরা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এই গৌরহাটে সপ্তাহে দুদিন এলাকার বড় বাজার বসে দূর দূর এলাকা থেকে প্রচুর মানুষ এখানে বাজার করতে আসে সপ্তাহে ওই দুদিন সেই দুদিন আরো বেশি সমস্যা হয় বলে এলাকার মানুষদের দাবি।
পাশাপাশি অটো থেকে টোটো ভ্যান থেকে রিস্কা সমস্ত চালকদের গাড়ি চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমনটাই কিন্তু দাবি করছে চালক রা।