নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: খেলার মান উন্নয়ন এবং গ্রাম বাংলার ফুটবলারদের উৎসাহ প্রদানের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ ই আগস্ট দিনটি খেলা হবে দিন হিসেবে ঘোষণা করেন।তার পর থেকেই প্রতিবছর ১৬ ই আগস্ট দিনটি সারা বাংলা জুড়ে পালিত হয় খেলা হবে দিবস হিসেবে।
তাই আজ সারা রাজ্যের পাশাপশি হাবড়া খেলার মাঠে হাবড়া পুরসভার পরিচালনায় চলছে দিবারাত্র ব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট।খেলা দেখতে মাঠের পাশে ভিড় করেছেন ফুটবল প্রিয় বাঙালি।খেলার মাঠে খেলা দেখতে এসে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে
এবং হাবড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপ্রেরণায় আজ খেলা হবে দিবসে হাবড়া খেলার মাঠে হাবড়া পুরসভার পরিচালনায় “হাবড়া গোল্ডেন কাপ,, নামে দিবারাত্র ব্যাপী আটদলিয় নকআউট ফুটবল খেলা চলছে। ফুটবল খেলা দেখতে এসেছেন ফুটবল প্রিয় হাবরাবাসী।