নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বিশাল সংখ্যক ‘খোয়া যাওয়া’ মোবাইল উদ্ধার করে বড় সড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। সাম্প্রতিক সময়ে ‘খোয়া যাওয়া’ ৫০০ টি মোবাইল সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল পুলিশ।
মঙ্গল বার জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐ মোবাইল গুলি সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা সহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
মোবাইল ফেরৎ পেয়ে খুশী সংশ্লিষ্ট সকলেই। অনেকেই জানিয়েছেন ফোন খোয়া যাওয়ার পর যথারীতি থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলাম। তবে সেই ফোন ফেরৎ পাবেন এতোটা আশা করেননি বলেই অনেকে জানিয়েছেন।
জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী বলেন, ৫০০ জনের হারিয়ে বা খোয়া যাওয়া ফোন খুঁজে বের করে ফেরৎ দেওয়া হলো। জেলার সবকটি থানা থেকেই কম বেশী উদ্ধার হয়েছে। এই প্রক্রিয়া চলতেই থাকবে। আসন্ন শারদোৎসবের আগেও এই ধরণের খোয়া যাওয়া মোবাইল ফেরতের অনুষ্ঠান করা হবে বলে তিনি জানান।