কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদহ :: নুরপুর শ্যামলালপাড়ায় উদ্ধার হওয়া মৃতদেহ রতুয়ার যুবকের। জানালো মানিকচক থানার পুলিশ।রবিবার বিকেল নাগাদ মানিকচকের নুরপুর শ্যামলাল পাড়ায় কালিন্দী নদীতে এক যুবকের ভাসমান দেহ উদ্ধার হয়। পরবর্তীতে সেই দেহ উদ্ধার করে নিয়ে আসে মানিকচক থানার পুলিশ।
আর উদ্ধার হওয়া মৃতদেহের তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে দেখা যায় উদ্ধার হওয়া যুবকের বাড়ি রতুয়া থানার বাবলাবোনা এলাকায়। মৃত যুবকের নাম মানসুর আলী বলে জানাগেছে। বিগত শুক্রবার বাড়ি থেকে দিল্লী যাবার কথা বলে বেরোয়।এমনকি মালদা রেল স্টেশন থেকে পরিবারের সদস্যকে ফোন করে জানায় যে সে রেল স্টেশনে রয়েছে।
কিন্তু হঠাৎ করেই রবিবার খবর আসে মনসুর আলী দেহ ভাসছে মানিকচকের শ্যামলাল পাড়া এলাকার কালিন্দী নদীতে। রবিবার রাতেই মানিকচক থানায় এসে সেই দেহ শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। সোমবার মানিকচক থানা প্রাঙ্গণ থেকে তার পরিবারের সদস্য জানিয়েছে, দিল্লি যাবার উদ্দেশ্যে বেরিয়ে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধন্ধে রয়েছেন তারা। প্রাথমিকভাবে খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের সদস্যদের।