কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদহ :: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষীপুর আদিবাসী পাড়ার বাসিন্দাদের অভিযোগ তাদের কাছ থেকে মোটা টাকা কাট মানি নেওয়া হয়েছে কিন্তু ঘরের টাকা সম্পূর্ণ দেওয়া হয়নি।
এই টাকা দাবি করলে তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ইংরেজবাজারের বিডিও ও জেলা শাসকের কাছে।গোটা বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যদের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও
জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন এ ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না আইন আইনের পথে চলবে পাশাপাশি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি