চাকরির নামে প্রতারণা। বাড়িতে মুখ্যমন্ত্রীর নামে প্যাড! সোনারপুরে আটক বিজেপি প্রার্থী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: পুরভোটে একজন বিজেপি প্রার্থী ছিলেন, আর একজন এজেন্ট। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক বাবা ও ছেলে। তাঁদের বাড়িতে পাওয়া গেল সরকারি দফতরের নিয়োগপত্র-সহ প্রচুর নথি, এমনকী, মুখ্যমন্ত্রীর নামে প্যাডও! দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা।

জানা গিয়েছে, ২০১৫ সালে পুরভোটে সোনারপুরের ১৪ ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন উত্তম মুখোপাধ্যায়। ওই ওয়ার্ডেরই বৈকুণ্ঠপুর এলাকায় থাকেন তিনি। ছেলে অর্ণবও বিজেপি কর্মী হিসেবে পরিচিত। এ বছর পুরসভা ভোটে দলের নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেছেন। এদিন বাবা ও ছেলেকে আটক করল সোনারপুর থানার পুলিস।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের চাকরি দেওয়ার নাম করে যুবক-যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছেন উত্তম ও অর্ণব। কিন্তু চাকরি পাননি কেউ। অভিযোগ দায়ের করা হয় থানায়। সেই অভিযোগে ভিত্তিতেই বাবা ও ছেলেকে আটক করল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =