কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মানিকচকের নুরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা। লিখিত অভিযোগ দায়ের মানিকচক থানায়।ঘটনাটি ঘটেছে মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের ফকিরটোলা এলাকায়।ঘটনা সম্পর্কে জানা গেছে নুরপুরের এই নির্যাতিতাকে বেশ কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছিল নুরপুরের এক যুবক শেখ মুজাফ্ফার।
এমনকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবার। পরবর্তীতে সেই যুবক বিয়েতে অসম্মতি করে আর যার কারণে চরম সমস্যায় পড়েন সেই নির্যাতিতা। এমনকি মেয়ের পরিবারের সদস্যরা ছেলের বাড়িতে গেলে তাদেরকে বেধড়কভাবে মারধর করা হয়।
তাই শেষ পর্যন্ত নিরুপায় হয়ে মানিকচক থানার দারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। ইতিমধ্যে বাড়ির চোখ থানায় শেখ মুজাফফর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার – এবং মানিকচক থানার পুলিশ প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।