নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ওয়েটিং’ তালিকায় থাকা চাকরী প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে নামলো বাঁকুড়া ডব্লিউ.সি.এস.এস.সি গ্রুপ সি অ্যাণ্ড ডি চাকরী প্রার্থীদের ঐক্য মঞ্চ। বুধবার ঐ মঞ্চের সদস্যরা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-র দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন।
বাঁকুড়া ডব্লিউ.সি.এস.এস.সি গ্রুপ সি অ্যাণ্ড ডি চাকরী প্রার্থীদের ঐক্য মঞ্চের তরফে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছি ১১০২ গ্রুপ সি ও ১৯৮০ টি গ্রুপ ডি-র আসন রয়েছে। ঐ নিয়োগ সম্পূর্ণ হলে ওয়েটিং তালিকায় থাকা সমস্ত চাকরী প্রার্থীদের নিয়োগ সম্ভব। কিন্তু তা হচ্ছেনা। এই অবস্থায় তাদের দ্রুত নিয়োগের দাবি তারা জানাচ্ছেন বলে জানিয়েছেন।