নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে বুধবার বিকেল চারটের এসে পৌঁছালো সিবিআইয়ের দুই অফিসার। জানা গেছে, তারা বীরভূমের বোলপুর থেকে সরাসরি এসে পৌঁছান। তবে তারা ঠিক কি কারণে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তারা স্পষ্ট করে জানা যায়নি।
যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটা সূত্র থেকে জানা গেছে, সিবিআই অনুব্রত মন্ডলের দেহরক্ষী বর্তমানে আসানসোল জেলে থাকা সায়গল হোসেন সম্পর্কিত কিছু তথ্য আদালতে জমা দিতে এসেছেন। আরো জানা গেছে, এদিন সকালে সিবিআইয়ের দল বীরভূমে অনুব্রত মন্ডলের বাড়িতে গিয়ে তার মেয়ের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু সে কথা বলতে চায়নি।
মনে করা হচ্ছে, অনুব্রত মন্ডলের বাড়িতে গিয়ে তার মেয়ের সঙ্গে কথা বলা ও তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট চেয়ে সিবিআই আসানসোলের আদালতে আবেদন করা হয়েছে। কিন্তু এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ছিলেন না।