নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লিলুয়া :: লিলুয়া রবিন্দ্রসারণী এলাকায় বারবার পথ দুর্ঘটনা জেরে স্থানীয় এলাকাবাসীরা আজ লিলুয়া রবীন্দ্রসরনী পথ অবরোধে নামেন। তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন তাদের দাবি রয়েছে যে এই ছোট্ট রাস্তায় গাড়িগুলো যেভাবে যাতায়াত করছে তার জেরে এই দুর্ঘটনা ঘটছে বলে তাদের দাবি।
আর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত রাখি পূর্ণিমার দিন অগ্রসেন বালিকা বিদ্যালয়ে এক ছাত্রী যখন নিজের বাড়ি ফিরছিলেন তখন ঠিক বাড়ির সামনে দোরগোড়ার এক মাল বোঝাই লরি তাকে ধাক্কা মারে, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
এরপর গতকাল রাত এক মহিলা যখন হেঁটে রাস্তা দিয়ে বাড়ি ফিড়ছিলেন সেই সময় গাড়ির ধাক্কায় তিনি গাড়ি র সামনে পড়ে যান, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ।এই খবর জানার পর আজ সকালবেলা সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা মিলে রবীন্দ্র সরণি দোড়ি দিয়ে বেঁধে পথ অবরোধ করেন।
তাদের দাবি রয়েছে এই ছোট রাস্তা বাইক, স্কুটার, টোটো অটো ও প্রাইভেট গাড়ি চলাচল করে। কিন্তু নো এন্ট্রি থাকার সময় বহু সংখ্যায় ছোট গাড়ি মাল বোঝাই এই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে এই দুর্ঘটনা ঘটছে পুলিশের তরফ থেকে পদক্ষেপ না নেয়ার খোব স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন।
নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লিলুয়া :: লিলুয়া রবিন্দ্রসারণী এলাকায় বারবার পথ দুর্ঘটনা জেরে স্থানীয় এলাকাবাসীরা আজ লিলুয়া রবীন্দ্রসরনী পথ অবরোধে নামেন। তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন তাদের দাবি রয়েছে যে এই ছোট্ট রাস্তায় গাড়িগুলো যেভাবে যাতায়াত করছে তার জেরে এই দুর্ঘটনা ঘটছে বলে তাদের দাবি।
আর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত রাখি পূর্ণিমার দিন অগ্রসেন বালিকা বিদ্যালয়ে এক ছাত্রী যখন নিজের বাড়ি ফিরছিলেন তখন ঠিক বাড়ির সামনে দোরগোড়ার এক মাল বোঝাই লরি তাকে ধাক্কা মারে, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
এরপর গতকাল রাত এক মহিলা যখন হেঁটে রাস্তা দিয়ে বাড়ি ফিড়ছিলেন সেই সময় গাড়ির ধাক্কায় তিনি গাড়ি র সামনে পড়ে যান, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ।এই খবর জানার পর আজ সকালবেলা সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা মিলে রবীন্দ্র সরণি দোড়ি দিয়ে বেঁধে পথ অবরোধ করেন।
তাদের দাবি রয়েছে এই ছোট রাস্তা বাইক, স্কুটার, টোটো অটো ও প্রাইভেট গাড়ি চলাচল করে। কিন্তু নো এন্ট্রি থাকার সময় বহু সংখ্যায় ছোট গাড়ি মাল বোঝাই এই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে এই দুর্ঘটনা ঘটছে পুলিশের তরফ থেকে পদক্ষেপ না নেয়ার খোব স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন।