রাজ্য পুলিশের এসটিএফের জালে গ্রেপ্তার দুই আল কায়দা জঙ্গি। উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শাসন :: রাজ্য পুলিশের এসটিএফের জালে গ্রেপ্তার দুই আল কায়দা জঙ্গি। উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার দু’জনকে আদালতে তোলা হবে।

তদন্তকারীদের সূত্রে খবর, ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা। আব্দুর রকিবকে প্রথমে গ্রেপ্তার করে এসটিএফ।

তারপর তাকে জেরা করে কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর। ধৃত দু’জনেই আল কায়দা জঙ্গি। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করত বলেই খবর। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 14 =