নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের।মৃতের নাম শুভজিৎ ব্যানার্জী। বৃহস্পতিবার বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর নন্দীগ্রাম এলাকার ঘটনা।
সূত্রের খবর, বাঁকুড়া শহরের পাঁচবাগার বাসিন্দা ও বঙ্গ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র শুভজিৎ ব্যানার্জী এদিন আরো দুই বন্ধুর সঙ্গে দ্বারকেশ্বর নদীর নন্দীগ্রামের কাছে একটি ঘাটে স্নান করতে আসে। জলে নামার কিছুক্ষণের মধ্যেই সে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ।
পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের উদ্ধার কাজে নামানো হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা বেশ কিছুক্ষণ নদীতে তল্লাশী চালিয়ে ঐ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেন। মৃত শুভজিৎ ব্যানার্জীর বন্ধুদের তরফে দাবি করা হয়েছে সে সাঁতার না জানার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে।
পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।