কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা এক চাকুরী প্রার্থীর। মালদা শহরের ইংরেজবাজার পৌরসভা এলাকার এগারো নম্বর ওয়ার্ডের গঙ্গাবাগের বাসিন্দা অঙ্কন দত্ত ২০১০ সালে এসএসসির ক্লারিকেল নিয়োগের পরীক্ষায় ওবিসি কোটায় ফরম ফিলাপ করেন।
প্রিলিমিনারি ও ২০১১ সালে ফাইনাল পরীক্ষাও দেন। পরীক্ষার ফল কি হলো তা এসএসসি তাদের জানায়নি বাধ্য হয়ে আরটিআই করেন। আইটিআই এসএসসি জবাব দেয় ওবিসি পদে কোন ভেকেন্সি নেই। প্রশ্ন যদি কোন ভ্যাকেন্সি নাই থাকে ওবিসি পদে তাহলে কেন ফর্ম ফিলাপ করানো হল কেন দু দুটি পরীক্ষা নেওয়া হল। বাধ্য হয়ে তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন।