নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সেতুর উপর বইতে শুরু করেছে জল। যানচলাচল বিপর্যস্ত বাঁকুড়া-খাতড়া ভায়া হাড়মাসড়া রাস্তায়। ফলে ঐ এলাকার অন্তত ১০০ টি গ্রামের মানুষ চরম সমস্যায়। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া-খাতড়া ভায়া হাড়মাসড়া বাস রাস্তার উপরেই পড়ে তালডাংরার হাড়মাসড়া সংলগ্ন ইঁটাপোড়া শিলাবতী নদী সেতু।
শুক্রবার সকাল থেকেই নদীতে জলস্তর বাড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐ সেতুটিও জলের তলায় চলে যায়। নিম্নচাপজনিত বৃষ্টির পাশাপাশি ইন্দপুরের শিলাবতী নদীর কদমদেউলী জলাধার থেকে ১২০০ কিউসেক জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে বলে জানা গেছে।