নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: গরুপাচার কান্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। অনুব্রত মণ্ডলের মোট ১২ টি চাল কলের হদিস পাওয়া গেল। বোলপুরে কালিকাপুর সহ বিভিন্ন জায়গায় রয়েছে এই মিলগুলি।
বীরভূম জেলা ছাড়িয়ে পুরুলিয়াতে রয়েছে তার রাইস মিল। যদিও সিবিআই আধিকারিকরা তদন্তে নেমে এই রাইসমিল গুলির ও তদন্ত চালাবে আগামী দিনে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই আধিকারিকরা, এরপর সরকারি টাকা তছরুপের দায়ও রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে নামতে চলেছে ইডি র আধিকারিকেরা।
মোট ৪৫ বিঘা জমি আনুমানিক ৫ কোটি দিয়ে বল পূর্বক কেনা হয় ২০১৩ সালে। প্রথমে শ্রীগুরু পরে অনুব্রত মন্ডল নাম পরিবর্তন করেন ভোলে বোম রাইস মিল নাম দেন।