নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: নদীয়ার শান্তিপুর থানার উদয়পুর ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানাযায় একটি বেসরকারি বাস রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল। উল্টোদিকে মাল বোঝাই একটি ইঞ্জিনভ্যান রানাঘাটের দিকে যাচ্ছিল। উদয়পুর এর কাছে ইঞ্জিন এবং বাসের মুখোমুখি ধাক্কা লাগে।
যার ফলে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ইঞ্জিন রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় এবং জাতীয় সড়কের ওপরেই বাসটি উল্টে যায়। যদিও ওই বাসটিতে কোন যাত্রী ছিল না। ধাক্কা লাগার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বাসের চালক এবং খালাসী।
ইঞ্জিন ভ্যান চালকের দাবি অতিরিক্ত গতিতে ছিল ওই বাসটি। যার কারণে চালক অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে দ্রুত গতিতে ইঞ্জিন ভ্যানে এসে ধাক্কা মারে। তবে তড়িঘড়ি পথচারীরা ইঞ্জিনভ্যানের চালককে উদ্ধার করে। গুরুতর আঘাত না লাগলেও শরীরের অধিকাংশ জায়গায় চোট পেয়েছে ওই ভ্যানচালক।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয়। অবশ্য পরবর্তীকালে পুলিশের তত্ত্বাবধানে যান চলাচল নিয়ন্ত্রণে আসে।