https://youtu.be/SKwRspQZrmAনিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: তিলপাড়া বাঁধ সংস্কারের জন্য 5কোটি 63লাখ টাকা তোলা নিয়েছিলেন অনুব্রত মন্ডল সঙ্গে একটি suv গাড়ি । তাও কাজ পাইনি , ফেরত পাইনি টাকাও , মিলেছে শুধু হুমকি ” এবার অনুব্রতকে নিয়ে বিস্ফোরক সিউড়ির ব্যবসায়ী ।
অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত যে গাড়িতে চড়তেন এবং যে গাড়িতে চড়ে তাকে এস এস কে এম হাসপাতাল যেতে দেখা গিয়েছিল সেই গাড়ির মালিক সিউড়ির বাসিন্দা । গাড়িটির নম্বর হলো WB 54U 6666। জানা গিয়েছে এই গাড়িটি প্রবীর মন্ডল নামে এক ব্যক্তির , সেই প্রবীর মণ্ডলকে খুঁজতে গিয়েই বিস্ফোরক তথ্য উঠে এলো সংবাদ মাধ্যমের হাতে ।
ব্যবসায়ীর দাবী, তারা দুজন অর্থাৎ অরূপ রতন ভট্টাচাৰ্য ও প্রবীর মন্ডল দুজনে যৌথভাবে ঠিকাদারীর ব্যবসা করেন । এই suv গাড়িটি দুজনে অনুব্রত মন্ডলকে গিফট করেছিলেন তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ পাওয়ার জন্য ।
তোলা হিসেবে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল তাঁদের কাছে। কিন্তু দিয়েছিলেন ৫কোটি ৬৩ লাখ টাকা। পরে সেই কাজ না হওয়ায় গাড়ি ফেরত চাইতে গেলে তাদের হুমকি দেওয়া হয়।
ব্যবসায়ীর দাবী,অনুব্রত মণ্ডল সরাসরি এই হুমকি দিয়েছিলেন সায়গাল হোসেনের মোবাইল থেকে। স্বাভাবিক ভাবেই ভয়ে আর কিছু ফেরত চাননি তিনি।