নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ায় পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যু এক যুবকের।নাম মিলন রিত(২২)। হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার ওই যুবক গত ১৪ ই আগস্ট জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।গত ১৫ ই আগস্ট সোমবার তার মৃত্যু হয়।
এই মরসুমে হাওড়া পুর এলাকায় এই প্রথম ডেঙ্গুতে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। গত তিন সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে।বিশেষ করে উত্তর হাওড়ায় আক্রান্তের সংখ্যা বেশি।
৪৯ নং ওয়ার্ডের এক বাসিন্দা পুরসভার গাফিলতির অভিযোগ করেছেন।তিনি বলেন মিলন রিত মারা যাবার পর পুরসভার টনক নড়ে।এলাকা পরিষ্কার ও নর্দমায় স্প্রে করা শুরু হয়।আগে থেকে পুরসভা সজাগ থাকলে এই ঘটনা ঘটত না।সুজয় চক্রবর্তী জানান ডেঙ্গি রোধে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।পুর এলাকার মানুষজনকে সচেতন করার জন্য প্রচার চালানো হচ্ছে নিয়মিত।