অবশেষে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছেই বাঘের চরে নিখোঁজ ৫ মৎস্যজীবীর সন্ধান পায় উদ্ধারকারী ট্রলার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথর প্রতিমা :: নিম্নচাপ ও ঝোড়ো হওয়ার জেরে বঙ্গোপসাগরে উত্তাল সমুদ্র উল্টে যায় এফবি সত্যনারায়ণ নামে একটি ট্রলার। উত্তাল ঢেউয়ের নিখোঁজ হয়ে যায় ১৮ জন মৎস্যজীবী। শুক্রবার উপকূল রক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্য জীবি ট্রলার গুলি উদ্ধার কাজে নেমে পড়ে। উদ্ধার কাজে নেমে বঙ্গোপসাগর থেকে উদ্ধার হয় ১৩ জন মৎস্যজীবী।

১৩ জন মৎস্যজীবীকে গতকাল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়। এরপর কেটে গিয়েছে ২৪ ঘন্টা ।ইতিমধ্যেই নিখোঁজ মৎস্যজীবী পরিবারের সদস্যদের মধ্যে বেড়েছে উৎকণ্ঠা। ভোরের আলো ফুটতেই আবারও নিখোঁজ ৫ মৎস্যজীবীর উদ্ধারের জন্য সুন্দরবনের বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকা থেকে ট্রলার রওনা দেয়।

অবশেষে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছেই বাঘের চরে নিখোঁজ ৫ মৎস্যজীবীর সন্ধান পায় উদ্ধারকারী ট্রলার। এরপর শুরু হয় উদ্ধার কাজ নিরাপদে নিখোঁজ ৫ মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে আসা হচ্ছে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপাতালে। নিখোঁজ মৎস্যজীবী ফিরে পাওয়া স্বস্তির নিঃশ্বাস পরিবারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − twelve =