নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: রাজনৈতিক লাভের জন্য বাংলার মুখ্যমন্ত্রীই তাঁদের ফাঁসিয়েছেন। অভিযোগ জামতারার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির। হাওড়া জেলা সংশোধনাগার থেকে শনিবার মুক্তি পান তিনি। গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলা মোড়ে ঝাড়খন্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা।
এই ঘটনায় পাঁচলা থানার পুলিশ তিন কংগ্রেস বিধায়ক সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে প্রায় ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়। প্রথমে এই ঘটনার তদন্তভার পাঁচলা থানা নিলেও পরে সিআইডি তদন্তভার নেয়। সিআইডি তাদের হেফাজতে নিয়ে বিধায়কদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে।
গত ১৭ আগস্ট কলকাতা হাইকোর্ট থেকে ওই তিন কংগ্রেস বিধায়ক জামিন পান। শনিবার হাওড়া জেলা সংশোধনাগার থেকে জামতারার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ছাড়া পান। সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লাভের জন্য তাঁদের ফাঁসিয়েছেন।