এক মহিলা ব্যাঙ্ক আধিকারিককে সঙ্গে নিয়ে সায়গল হোসেনের ফ্ল্যাটে আসে সিবিআই তদন্তকারী অফিসারেরা৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: ফের অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন বোলপুরের ফ্ল্যাটে সিবিআই। বাইপাসের ফ্ল্যাটে তৃতীয়বার মহিলা ব্যাঙ্ক অফিসারকে নিয়ে আসেন সিবিআই অফিসারেরা। রাইস মিলে তল্লাশি চালানোর পর এবার সায়গল হোসেনের বাড়িতে তদন্তকারী অফিসারেরা৷

গোরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেন বোলপুর বাইপাসের ফ্ল্যাটে আগে দুই বার তল্লাশি চালিয়েছে সিবিআই। তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের কোটি টাকা সম্পত্তির হদিস আগেই পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা৷ এদিন, ফের ফ্ল্যাটে হানা দিল সিবিআই।

বাড়িতে সায়গল হোসেনের স্ত্রী ও কন্যা রয়েছেন৷ এক মহিলা ব্যাঙ্ক আধিকারিককে সঙ্গে নিয়ে সায়গল হোসেনের ফ্ল্যাটে আসে তদন্তকারী অফিসারেরা৷ এদিন সকালে অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের ভূবনডাঙায় শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই। প্রায় ৪ ঘন্টা তল্লাশি চালিয়ে ও মিলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে মেলে একাধিক নথি।

তারপরেই ফের অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে আসে সিবিআই। গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এই সায়গল৷ তাকে দফায় দফায় জেরা করেই উঠে এসেছে অনুব্রত মণ্ডল সহ গোরু পাচারকারী আব্দুল লতিফের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =