নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: অভিনব প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর। কেন্দ্রীয় সরকারের জন-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পায়ে হেঁটে মালদা থেকে কলকাতা রওনা। সাধুবাদ জানালো জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়। কটাক্ষ বিজেপির।
২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ঐদিন রবিবার হওয়ায় পরে ২৯ আগস্ট সেই উপলক্ষে হচ্ছে ছাত্র-সমাবেশ গান্ধী মূর্তির পাদোদেশে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেই উপলক্ষে রাজ্যে-জুড়ে প্রচার চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ।
করোনা আবহ কাটিয়ে দুই বছর পর ফের গান্ধী মূর্তির পাদোদেশে হবে ছাত্র সমাবেশ। ফলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর সেই ছাত্র সমাবেশেই যোগ দিতে মালদা থেকে পায়ে হেঁটে কলকাতা রওনা দিল তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী। নাম শাহিল শেখ বাড়ি মালদার শহরের মহেশমাটি এলাকায়। শাহিল জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং সোশ্যাল মিডিয়া সেলের কনভেনার।