নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বাইকে চেপে যাওয়ার সময় বালিবোঝাই লরির চাকায় পিষ্ট হলেন এক গৃহবধূ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের স্কুলমোড়ে ।বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা যায় আউশগ্রামের শিবদা গ্রামে বাপেরবাড়ি সেলিমা বেগম নামে ওই গৃহবধূর।
শ্বশুরবাড়ি বীরভূমের ইলামবাজারে। রবিবার স্বামী মহম্মদ ওয়াইদুর রহমানের সঙ্গে বাপের বাড়ি আসেন। তারপর সোমবার ওয়াইদুর রহমান তার মেয়ে ও স্ত্রীকে বাইকে চাপিয়ে গুসকরা শহরে বাজার করতে আসেন। শিবদা ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
একটি বালিবোঝাই লরি বর্ধমান মুখে যাওয়ার সময় বাইকটিকে ওভারটেক করতে যায়। তখন লরিটির সামনের দিক বাইকে লেগে বাইক উল্টে যায়। ওয়াইদুর ও তার মেয়ে বাঁদিকে পড়ে যান। ডানদিকে পড়েন সেলিমা। তখনই লরির চাকায় তার কোমর থেকে নীচের অংশ পিষ্ট হয়ে যায়।
তড়িঘড়ি গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বধমানে মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।