নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জিরাট :: বাবাকে খুনের অভিযোগ উঠল দত্তক নেয়া ছেলের বিরুদ্ধে।পারিবারিক বিবাদের জেরে ধারালো ছুরি নিয়ে চড়াও হয় ছেলে।ছুরির আঘাতেই মৃত্যু হয় বাবার।স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন সৎ মা।ঘটনাটি ঘটেছে জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
ব্যবসায়ী রামকৃষ্ণ সাহার বাড়িতে চলতি মাসেই ভাড়া থাকতে শুরু করেন চন্দকান্ত সাহা ও তাঁর স্ত্রী অঞ্জনা সাহা।পুলিশ সূত্রে জানা যায়, বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি দত্তক ছেলে নিলকান্ত সাহা। চন্দ্রকান্ত বাবু প্রথম বিবাহ করেছিলেন কোনরকম পুত্র সন্তান না হওয়াতে দত্তক নিয়েছিলেন পুত্র নীলকান্ত কে।
বর্তমানে পুত্র বড় হয়েছে বিয়ে করে থাকে শ্বশুরবাড়িতে। চন্দ্রকান্ত বাবু স্ত্রী মারা যাওয়ায় পুনরায় বিয়ে করেন।মঙ্গলবার রাতে ছেলে নিলকান্ত ভাড়া বাড়িতে এসে চড়াও হয় বাবা ও সৎ মায়ের উপর।হাতে ধারালো ছুরি নিয়ে বাবা ও মায়ের শরীরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।সূত্রের খবর,তাঁদের চিৎকারে বাড়ি মালিক ও প্রতিবেশীরা ছুটে আসে।বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে নীলকান্ত সাহা।
চন্দকান্ত ও তাঁর স্ত্রী অঞ্জনা সাহাকে জিরাট আহম্মদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আঘাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে, হাসপাতালে আনার পর চন্দকান্ত সাহা (৬৫) কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।স্ত্রী অঞ্জনা সাহার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে অঞ্জনা সাহাকে আই সি সি ইউ তে ভর্তি করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্ব থেকে এই ভয়ংকর ঘটনা ঘটিয়েছে দত্তক নেয়া পুত্র।বলাগড় থানার পুলিশ পুত্রকে গ্রেফতার করেছে।