নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাম ছাত্র সংগঠন এস.এফ.আই-র সর্বভারতীয় জাঠা পুরুলিয়া থেকে সরাসরি বাঁকুড়ায় এসে পৌঁছালো। বুধবার কমলপুর-ছাতনা হয়ে এস.এফ.আই- এর জাঠা বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গায় এসে পৌঁছায়। সেখান থেকে শহরের লোকপুর-তামলিবাঁধ হয়ে মিছিল করে কলেজ মোড়ে একটি সভা অনুষ্ঠিত হয়। নেতৃত্বে ছিলেন এস.এফ.আই- এর রাজ্য সম্পাদক প্রতীক উর রহমান।
এস.এফ.আই- এর এদিনের জাঠা মিছিলকে কেন্দ্র করে বাঁকুড়া শহর কার্যত ছিল বাম ছাত্র সংগঠনের দখলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য এস.এফ.আই- এর কর্মী সমর্থক যোগ দিয়েছেন।
সারা দেশে এই রকম পাঁচটি জাঠা শুরু হয়েছে। তার মধ্যে একটি আসাম, ত্রিপুরা হয়ে এরাজ্যে ঢুকেছে, অন্যটি বিহার, ঝাড়খণ্ড হয়ে ওড়িশা হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এই দুই জাঠা রাজ্যের ২৩ টি জেলায় আড়াই হাজার কিলোমাটার পথ অতিক্রম করবে বলে তিনি জানান।