নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ডায়েরীর পাতা ছিঁড়ে তার উপর অজস্র ভুলে ভরা বানানে শাসক দলের বিরুদ্ধে পোষ্টার পড়লো বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লটিয়াবনী বাস স্ট্যাণ্ড যাত্রী প্রতিক্ষালয়ে।
ঐসব পোষ্টারে লেখা রয়েছে ‘TMC চোর পঠি TMC নেতার 3 টা 4 টা বোও সোব চুরী করে’, অন্য একটি পোষ্টারে দিদি তুমী হনেক কিছু দিছো তুমার নেতারা সোব চোর চুরী করে’। কিন্তু রাতের অন্ধকারে ঐসব পোষ্টার কে কারা লাগালো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবেই এই বানান ভুল কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে এলাকার মানুষের মধ্যে।
বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘চোর, ডাকাত চরিত্রহীনদের জায়গা তৃণমূল।’ পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা ধরা পড়াতে ঐ দলের মুখোশ খুলে যাচ্ছে আর মানুষ সাহস পাচ্ছেন বলে তিনি দাবি করেন।
বাঁকুড়া জেলা তৃণমূলের সহ সভাপতি প্রদীপ চক্রবর্ত্তীর দাবি পোষ্টারে যা লেখা রয়েছে সব অভিযোগ মিথ্যে। সৎ সাহস থাকলে নাম দিয়ে পোষ্টার দিত। তাদের দলকে কালিমালিপ্ত করতে বিজেপি-সিপিআইএম এসব করছে বলে তিনি দাবি করেন ।