নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: হলদিয়া ( পূর্ব মেদিনীপুর) শিল্পনগরী হলদিয়ায় দুর্গাচকে নবনির্বিত ইকো পার্কে উদ্বোধন করলেন রাজ্যের তিন মন্ত্রী। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাবে কিনা তা আমাদের সঠিক তথ্য নেই, আপনাদেরও কাছ থেকে ও কাগজের মাধ্যমে দেখছি।
বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কারামন্ত্রী অখিল গিরি ও মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এদিন বিকেলে উদ্বোধন করার পর পুরমন্ত্রী ফিরাদ হাকিম বলেন ” হলদিয়া পুরসভা তৈরি করে খুবই আনন্দিত। হলদিয়া পুরসভাকে আমি ধন্যবাদ জানাই। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাবে কিনা তা আমাদের সঠিক তথ্য নেই, আপনাদেরও কাজ থেকে ও কাগজের মাধ্যমে দেখছি “।
জানাগেছে, প্রায় ১২ কোটি টাকা খরচ করে হলদিয়ার দুর্গাচকে নির্মাণ হয়েছে ইকো হেল্থ পার্ক। বৃহস্পতিবার জাঁকজমক করে ওই পার্কের উদ্বোধন হয়।এদিন বিকেলে তিন মন্ত্রীর হাত ধরে পার্কের উদ্বোধন হয়। দুর্গাচকে আইটিআই কলেজের দিঘির মাঝখানে তৈরি এই পার্ক খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য।
পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কারামন্ত্রী অখিল গিরি ও মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভা পুরপ্রধান থেকে একাধিক আধিকারিকরা।