নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ থানা জয়নগর এলাকায় নজরদারি বাড়াতে ২০২০ সালের নভেম্বর মাসে জয়নগর এর সাংসদ প্রতিমা মন্ডলের সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে মোট ২০০ টি বেশি সি সি টিভি ক্যামেরা লাগানো হয়েছিল।
চুক্তির ভিত্তিতে বরাত পেয়েছিল হাওড়া র আশীর্বাদ এন্টারপ্রাইজ বলে একটি কোম্পানি। পাঁচ বছরে মেনটেনেন্স চার্জ বাবদ ২৫ লক্ষ টাকা। ধার্য করা হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একটার পর একটা ক্যামেরা খারাপ হতে থাকে।
কোথাও কোথাও বিছিন্ন হয়ে গিয়েছে ক্যামেরা সংযোগের তার। আবার কোথাও তার আছে পোস্ট আছে কিন্তু ক্যামেরা নেই অনেক ক্যামেরা চুরি হয়ে গেছে দাবি এলাকাবাসীর। তাই বর্তমানে জয়নগর থানার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই সিসিটিভি ক্যামেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।কি কারনে এভাবে মুখ থুবড়ে পড়ল এই প্রকল্প ?
এ বিষয়ে জয়নগর এক নম্বর জেলা পরিষদের সদস্য এবং সাংসদ প্রতিমা মন্ডলের প্রতিনিধি খান জিয়াউল হক জানালেন, জয়নগরের ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে যে ২২০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বর্তমানে তার মধ্যে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তায় বসানো ক্যামেরা অকেজো হয়ে আছে। বিষয়টি গুরুত্ব দিয়ে যে সংস্থা এই কাজ করছে তাদেরকে জানানো হয়েছে, আশা করি খুব শীঘ্রই সমস্ত ক্যামেরা চালু হয়ে যাবে বলে তিনি জানান।