নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বীরভূমের বিভিন্ন জায়গায় নানান কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে কয়লা কারবারীরা। কখনও বা লরিতে, কখনও বা পিক আপ ভ্যানে আবার কখনও ট্র্যাক্টরে। কিন্তু এবার ডাম্পারে কয়লা পাচার করতে গিয়ে আটক করা হল ডাম্পারটিকে।
গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাত্রে অভিযান চালিয়ে বীরভূম জেলার খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে কয়লা বোঝাই একটি ডাম্পার আটক করা হল। জানা যায়, ঐ ডাম্পারটি ভীমগড়ের দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল। সেই সময় রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে পাঁচড়া কটন মিলের কাছে ঐ ডাম্পারটিকে আটক করা হয়। তখন দেখা যায়, ডাম্পারের ওপরে বালি এবং নীচে রয়েছে কয়লা।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মেট্রিক টন কয়লা বোঝাই ছিল ঐ ডাম্পারটিতে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে”