নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: নদীতে স্নান করতে নেবে নিখোঁজ হয়ে যান এক ষাঠোর্দ্ব বৃদ্ধা। জানা যায়, নবদ্বীপ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর, রাজবংশী পাড়া চৈতন্য কলোনির বাসিন্দা আনুমানিক ৬১ বছর বয়সী যমুনা রাজবংশী এই দিন ভাগীরথী নদী তে স্নান করবেন বলে বাড়ি থেকে বের হন।
এরপর তার বসতবাড়ি সংলগ্ন নদীর ঘাটে উপস্থিত কয়েকজন এলাকাবাসী তাঁকে নদীতে স্নান করতে যেতে দেখেন। কিন্তু এরপর হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ওই বৃদ্ধা। পরে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন নদীর ঘাটে এসে বৃদ্ধার লাঠি উদ্ধার করেন। কিন্তু খোঁজ খবর চালিয়েও এখনো পর্যন্ত কোন সন্ধান মেলেনি তাঁর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর নিখোঁজ ওই বৃদ্ধার খোঁজে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের খবর দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শারীরিক অসুস্থতা থাকার কারণে ইদানিং কালে যমুনা রাজবংশী বাড়ি থেকে কম বেরোতেন। তবে এই দিন তিনি নদীতে স্নান করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বলে জানা যায় পরিবার সূত্রে। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।