নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: অর্থনৈতিক বিবাদের জেরে বন্ধুকে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করলো বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতদের নাম মহঃ গোলাম জিলানী ওরফে ইলিয়াস গোল্ডি ও আব্দুল কাদের। দু’জনের বাড়ি যথাক্রমে বর্ধমানের হীরাপুর থানার হামিদ নগর ও আজানগরে।
রবিবার এক সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী বলেন, গত শুক্রবার শালতোড়া থানার ঝগড়াডিহি গ্রামের কাছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে মৃতের নাম মহঃ তৌফিক। বাড়ি ঐ হীরাপুর থানা এলাকাতেই।
ঘটনার একদিন আগে থেকেই ঐ ব্যক্তি নিখোঁজ ছিল। পরে মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে।
পুলিশ সুপার এদিন আরও জানান, ধৃতেরা জেরায় তাদের অপরাধ স্বীকার করেছে। মূলত ব্যবসায়িক কারণে ১০ লক্ষ টাকা ফেরৎ না দেওয়ায় মহঃ গোলাম জিলানী ওরফে ইলিয়াস গোল্ডি বন্ধু মহঃ তৌফিককে খুন করেছে। প্রথমে খাবারের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে অজ্ঞান ও পরে গলা টিপে খুন করা হয়েছে বলে তিনি জানান।
খুনের পর ঐ দিন রাতেই একটি গাড়িতে করে শালতোড়া থানা এলাকায় মৃতদেহ ফেলে রেখে যায়। আর এই কাজে সহায়তা করেছিল অন্য অভিযুক্ত আব্দুল কাদের।ধৃতদের রবিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সুপার জানান।