নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নন্দীগ্রাম :: নন্দীগ্রামে স্কুল কমিটি নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ানো। তৃনমূলের গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও বচসা। ঘটনায় দুজন তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মাঠে নামে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে।
শুধু নন্দীগ্রাম নয় বিভিন্ন থানা এলাকা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুরে গুমগড় হাই মাদ্রাসা পরিচালনা স্কুল কমিটির নির্বাচন প্রক্রিয়া শুরু হয় রবিবার। নির্বাচন শুরুর আগে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলে মোট ৬ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। যদিও এই বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের দুই গোষ্ঠীর কোন প্রতিক্রিয়া মেলেনি।
বস্তুত, গত কয়েকদিন আগে নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুরে গুমগড় হাই মাদ্রাসার মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসে। সদ্য নির্বাচিত তমলুক সংগঠনীক তৃনমূল কংগ্রেস চেয়ারম্যান পীযূষ কান্তি ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রার্থীদের নমিনেশন জমা দেন। অন্যদিকে নন্দীগ্রামে ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাসের নেতৃত্বে তাদেরও ৬ টি আসনে প্রার্থী জমা দেন। কিন্তু বামেরাও কয়েকটি আসনে নমিনেশন জমা দেন।