নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেলেপোল মোড়ের কাছে একটি প্লাইউডের গোডাউনে রবিবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান দমকলের। হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় প্রচুর টাকার সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে। এদিন ভোরে গোডাউন থেকে হঠাৎই ধোঁয়া বেরতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, শনিবারই কারখানা থেকে এখানে বহু সংখ্যায় প্লাইবোর্ড নিয়ে আসা হয়েছিল। এদিন ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকলের তরফ থেকে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।