বারুইপুরে গৃহস্থের আলমারি থেকে উদ্ধার ১২ টি তাজা বোমা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বাড়ির আলমারি খুলতে গিয়ে চোখ কপালে ব্যাগ ভর্ত্তি তাজা বোমা। বারুইপুর থানা এলাকার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের হাবিব চক লেনে বসবাস করে আশরাফী বেগম। তার সঙ্গেই ঘটে গেল এক অদ্ভূত ঘটনা। বাড়িতে আলমারি খুলতে গিয়ে চোখ কপালে উঠল তাঁর।

স্থানীয় সূত্রের খবর, ঘরের মধ্যে রাখা আলমারি খুলতেই আশরাফী বেগম দেখেন ব্যাগের মধ্যে বোমা। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। কোথা থেকে এই বোমা এল তা বুঝতে না পেরে চিৎকার শুরু করে দেন তিনি। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসে । বোমাতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করে আশরাফি ।খবর পাওয়া মাত্রই এসডিপিও বারুইপুর ইন্দ্রবদন ঝার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় সিআইডিকে l সঙ্গে সঙ্গে বোম্ব স্কোয়ার্ডের লোকজনও ঘটনাস্থলে চলে আসে বলে খবর। আলমারির মধ্য থেকে উদ্ধার করা হয় ১২টি তাজা বোমা। এদিকে ততক্ষণে ওই মহিলার বাড়ির চারপাশে ভিড় বাড়তে শুরু করেছে।

খবর পৌঁছে যায় আশেপাশের এলাকাতেও। ভিড় সামলেও শুরুতে বেগ পেতে হয় পুলিশ। শেষে উদ্ধার করা বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। এসডিপিও বারুইপুর ইন্দ্রবদন ঝাঁ জানান, ফোন যাওয়া মাতই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গোটা বাড়ি ফাঁকা করে দেওয়া হয়। এলাকার মানুষদেরও সতর্ক করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

সমস্ত সতর্কতামূল ব্যবস্থা নিয়ে বোমাগুলিকে আমরা উদ্ধার করি। নিরাপদে নিয়ে গিয়ে ওগুলিকে নিষ্ক্রিয় করেছি। আমরা ইতমধ্যেই তদন্ত শুরু করেছি। কোথা থেকে কীভাবে এখানে বোমা এল তা জানার চেষ্টা করছি। আশরফী বেগমরা ছাড়াও সেখানেও আরও অনেক পরিবারই ছিল বলে আমরা জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eleven =