১০ বছর আসেনি গ্রামে ইলেকট্রিক তাও আসছে ইলেকট্রিক বিল বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: আশেপাশে বিদ্যুৎ থাকলেও ১০ বছর বছর ইলেকট্রিক পাইনি গ্রামবাসীরা অথচ প্রতি মাসে আসছে ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিলের প্রতিবাদে রাস্তায় নামল গ্রামবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানার উত্তর দুর্গাপুর উত্তর পাড়া এলাকায়।

বারবার বিদ্যুৎ দপ্তরে দরবার করার পর গোটা বিষয়টি নজরে আসে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর মন্টুরাম পাখির। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী উদ্যোগে গত ৮ মাস আগে এলাকায় বিদ্যুতের খুঁটি পুঁতে কেবল তার টাঙ্গানো হয়েছে। বসেছে ট্রান্সফর্মার বাড়িতে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক মিটার।কিন্তু দেখা যায় রাতারাতি বিদ্যুৎ দপ্তর ট্রান্সফরমারে চার্জিং করে চলে যায়।

এলাকার মানুষকে বলে দেওয়া হয় কয়েক দিনের মধ্যেই ট্রান্সফরমারের সঙ্গে লাইন জুড়ে দেওয়া হবে। দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এখনো আসেনি বিদ্যুৎ দপ্তরে লোকজন জোড়া হয়নি লাইন।ইতিমধ্যে আসছে মিটারের বিল। চিন্তায় পড়েছেন এলাকাবাসী। বিদ্যুৎ দপ্তরের এই খামখেয়ালীপনার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ। তবে নির্বিকার বিদ্যুৎ দপ্তর।

এলাকাবাসীর দাবি দূর থেকে বিদ্যুৎ হুকিং করে আনতে গিয়ে কয়েকদিন আগে মারা গিয়েছে একটি তরতাজা ২৬ বছরের যুবক। মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে চারজন । এ ব্যাপারে কাকদ্বীপ বিদ্যুৎ দপ্তর আধিকারিক অথাৎ স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি রাজি হয়নি। গ্রামবাসীদের দাবি দুর্গা পূজার মধ্যে এলাকায় বিদ্যুৎ না এলে বৃহত্তর আন্দোলনের নামারও হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + one =