দুবরাজপুরের যশপুর গ্রামে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: দুবরাজপুরের যশপুর গ্রামে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য। তৃণমূলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দের নাম দিয়ে তাদের বিলাস বহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে ওই পোষ্টারে।

একই সঙ্গে নানা স্লোগানও ব্যবহার করা হয়েছে। পোষ্টারের ভাষার ব্যবহার দেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর বহিপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জির দাবি ঘোলা জলে মাছ ধরতে চাইছে কেউ কেউ।

এদিকে যশপুরের পাশাপাশি কান্তার, পছিয়ারা সহ একাধিক গ্রামে ওই পোষ্টার দেখা যায়। যদিও তা জানাজানি হওয়ার পরই পোষ্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। পোষ্টারে নাম থাকা পরিমল সৌ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ব্লক নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, তৃণমূল নেতাদের নামে যে পোষ্টার পড়েছে আমার জানা নেই কারা দিয়েছে। তবে এই তৃণমূল কংগ্রেসের নেতারা দায়ী। তারা মানুষকে প্রতারণা করেছে। মানুষ গরিব থেকে গিয়েছে আর নেতারা বড়োলোক হয়েছে৷

যদিও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানাচ্ছেন যারা এই ধরনের পোস্টার লিখেছে তারাই বলতে পারবে সত্যটা কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =