সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে দুশরও বেশি ফোন প্রাপকদের হাতে আজ তুলে দিল। ডায়মন্ড হারবার এলাকার যে সমস্ত সাধারণ মানুষের ফোন হারিয়ে বা চুরি হয়ে গেছে সেই সমস্ত ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেয়া হলো।
ডায়মন্ড পুলিশ জেলার উদ্যোগে প্রাপ্তি বলে একটি পোর্টাল খোলা হয়েছে যে সমস্ত মানুষদের মোবাইল চুরি হয়ে গেলে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এলাকা কোন চুরি হলে লোকাল থানাতে অভিযোগ দায়ের করলে ওই পোটালে আপডেট হবে। তারপরেই আইএমইআই ট্যাগ করে সেই ফোনগুলি উদ্ধার করা হয়।
পাশাপাশি এই বিষয় এক মোবাইল গ্রাহক জানায় গত দুদিন আগে তার একটি মোবাইল চুরি হয়ে গেছিল গাড়ি করে বাড়ি ফিরছিল সেই সময় চুরি হয়ে যায় ফোনটি। দুদিনের মধ্যে ফোনটি ফিরে ফিরে অত্যন্ত খুশি এই মোবাইল গ্রাহক।
পাশাপাশি আরও এক গ্রাহক জানায় ভাবতে পারিনি মোবাইলটি ফেরত পাবো তবে থানা থেকে ফোন করার পর খবরটি পাওয়ার পর অত্যন্ত খুশি শুনেছিলাম ডায়মন্ড হারবার পুলিশের প্রাপ্তি বলে একটি ওয়েব পোর্টাল আছে ওখান থেকে মোবাইল ফোন ফেরত পাওয়া যায় জানি কিন্তু নিজে পেয়ে খুব ভালো লাগছে ।