যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা অল্পবৃষ্টির পরেই জল জমে যায়। আর এই জল জমে যাওয়ার নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদার ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত যদুপুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে এই এলাকায় বেহাল রাস্তা অল্পবৃষ্টির পরেই জল জমে যায়। আর এই জল জমে যাওয়ার নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে নিত্য যাত্রীদের এই রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে গিয়েছে।

বারবার বিভিন্ন মহলে জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। এই নিয়ে রীতিমতো খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মোঃ জুললুর রহমান তাদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন এনআরইজি এর ১০০ টাকা আসছে না অন্য ফান্ডের মাধ্যমে রাস্তা করানোর চেষ্টা হয়েছে তবে দ্রুত রাস্তা করানো হবে।

অন্যদিকে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন সমস্ত টাকা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সদস্যরা লুটপাট করেছে কিভাবে এখন কাজ করবে আগে সেই টাকা দিয়ে কাজ করুক তারপর কেন্দ্র সরকার টাকা দেবে। আর এই রাজনৈতিক টানা পড়ানোর মাঝে চরম নাজেহাল যদুপুরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =