রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় পদযাত্র করা হয়। পদযাত্রা পা মেলান রাজ্যের মন্ত্রী অখিল গিরি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর জন্য কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় পদযাত্র করা হয়। পদযাত্রা পা মেলান রাজ্যের মন্ত্রী অখিল গিরি ।

উপস্থিত ছিলেন বিপ্লব রায় চৌধুরি, প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার অমরনাথ কে সহ অন্যান্যরা। এদিন তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দান থেকে পদযাত্রা শুরু হয়। তমলুক শহর পরিক্রমা করে তমলুক রাজ ময়দানে শেষ হয়।

এদিন মিছিলে এলাকা ক্লাব সংস্থা স্কুল কলেজর পড়ুয়ারা অংশগ্রহন করে। ঢাক ঢোল, আদিবাসী নৃত্যু সহ শোভাযাত্রা হয়। আজ থেকেই বাংলায় শুরু বাঙালিদের শেষ্ঠ উৎসব দুর্গোৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =