নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: গত বেশ কয়েক বছরে দলমার দামালদের ‘অন্যতম পছন্দের জায়গা’ হয়ে উঠেছে বাঁকুড়া। বন বিভাগ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জেলায় এই মুহূর্তে ৩৫ টি হাতি অবস্থান করছে। এর মধ্যে ২ টি শাবক সহ ১২ টি হাতির একটি দল বড়জোড়ার পাবয়া জঙ্গলে রয়েছে।
অন্যদিকে আরো নতুন করে ২০ টি হাতি পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার পাঞ্চেৎ বনবিভাগ হয়ে জয়পুর জঙ্গলে এসে পৌঁছেছে। এই অবস্থায় যথেষ্ট আতঙ্কিত জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টির অভাবে চাষাবাদ ঠিকমতো হয়নি, তারপরেও যেটুকু হয়েছে হাতির হানায় নষ্ট হলে পথে বসা ছাড়া কোন রাস্তা নেই বলেই তারা জানিয়েছেন।