আদানি শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিশাল অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা হাওড়ার বেলুড়ে। বন্ধ নিস্কো কারখানার জমিতে শিল্প হলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে আশাবাদী বালির বিধায়ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: আদানি শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিশাল অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে হাওড়ার বেলুড়ে। বন্ধ নিস্কো কারখানার জমিতে শিল্প গড়ে উঠলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে বলে যথেষ্ট আশাবাদী বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। বিনিয়োগ এলে বেলুড়ে বন্ধ নিস্কো কারখানার জমিতে যথেষ্ট শিল্প সম্ভাবনা তৈরি হবে।

শিল্প হলে সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এদিকে, রাস্তার জন্য কিছু জমি অধিগ্রহণ নিয়ে সামান্য জটিলতা থাকায় সেই জট কাটাতে স্থানীয়দের নিয়ে বিধায়কের নেতৃত্বে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রশাসনিক আধিকারিকরা। বন্ধ নিস্কো কারখানার জমিতে শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে গত কয়েক বছর আগে থেকেই সক্রিয় রয়েছে রাজ্য সরকার।

সম্প্রতি ওই জমিতে আদানি শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিশাল অঙ্কের বিনিয়োগ সহ সম্ভাবনা খতিয়ে দেখে যান ওই শিল্পগোষ্ঠীর আধিকারিকরা। এই বিষয়ে ওই শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের আলোচনা এগিয়েছে বলে সূত্রের খবর। কিন্তু ওই জমির সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট অভাব রয়েছে। ফলে সেই অভাব দূর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ও রাজ্য সরকারের আধিকারিকরা সবদিক খতিয়ে দেখে রাস্তা তৈরির সমস্যা দূর করার উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি রাস্তার জন্য কিছু জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা নিয়ে জট কাটাতে বৃহস্পতিবার প্রশাসনের আধিকারিকরা এলাকায় এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। এলাকার সমস্যাও সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =