নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাজদিয়া :: “আসি যাই মাইনে পাই” বেশ কয়েকটি সরকারি দপ্তরে কতিপয় কর্মচারীদের প্রসঙ্গে এই ব্যঙ্গাত্বক উক্তি শোনা গেলেও। নদীয়ার চর মাজদিয়া গভমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সেই পরিস্থিতির জন্য দায়ী তারা নন। বরং শিক্ষক-শিক্ষিকা হিসেবে ছাত্র-ছাত্রীদের না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন তারা।২০০৯ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয় স্থাপিত হয়েছিলো। প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে, এবং পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় থাকার কারণে এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা বরাবরই খুবই কম। তবে করোনা পরিস্থিতে দীর্ঘ দিন বাদে বিদ্যালয় খোলার পরে ২০২১ -২২ শিক্ষাবর্ষে নতুন কোন ছাত্র-ছাত্রীকে ভর্তি করানো তো দূরে থাক, যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করতো তাদেরকেও তাদের অভিভাবকরা নিয়ে অন্যত্র ভর্তি করেছে।
ফলে শিক্ষক-শিক্ষিকাগন, নিয়মমাফিক বিদ্যালয়ে আসেন এবং ছুটির সময় হলে বাড়ি যান এভাবেই চলছে বর্তমানে। ছাত্র-ছাত্রী না থাকায় মিড ডে মিল ও বন্ধ। তবে অফিসিয়াল কিছু কাজকর্ম , নিয়মমাফিক করে থাকেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যে বিদ্যালয় ছাত্র-ছাত্রীর সংখ্যাই শূন্য, সেখানে কাজকর্ম কতই বা আর থাকে।