নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: ঠিক সময়ে এই ইলিশ এলে দাম থাকবে নাগালের মধ্যে। বিগত কয়েক বছর ধরে দুর্গা পুজোর আগে এরাজ্যে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে এরাজ্যে।কিন্ত পুজোর কয়েকদিন আগে বাংলাদেশি রুপোলি শস্য এখানে আসায় বেশি পরিমাণ বিক্রি করা সম্ভব হয়নি গতবছর।
তাই এবার আগেভাগেই ইলিশ আমদানির ছাড়পত্রের জন্য আবেদন করেছেন পাইকারি ব্যবসায়ীরা।ফিস ইমপোর্টার্স এসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান এবার বিক্রির জন্য বেশি সময় চেয়ে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আবেদন করে চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে।কয়েকদিনের মধ্যে সেই অনুমতি মিলবে বলে জানান মাকসুদ।আর খুব দ্রুত পদ্মার ইলিশের স্বাদ পেতে চলেছেন রাজ্যবাসী।
গুজরাট বার্মা ওড়িশা ও দিঘা থেকে সমুদ্রের ইলিশ আমদানি হলেও বাংলাদেশের নদীর ইলিশের স্বাদই আলাদা।বরাবরই তাই চাহিদা বেশি।তিনি আরো বলেন গত বছর ৪৬০০ মেট্রিকটন মাছ পাঠানোর কথা থাকলেও সময়ের অভাবে মাত্র ১২০০ মেট্রিকটন মাছ আনা সম্ভব হয়েছিল।
এবার ১২০০-১৫০০ মেট্রিকটন ইলিশ আমদানি ঠিক সময়মত হলে চাহিদা পূরণ করা যাবে।পাইকারি বাজারে কিলো প্রতি বাংলাদশের ইলিশের দাম পড়বে ১০০০-১২০০ টাকার মধ্যে।আর এখন এই ইলিশ আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।