সাহেবগঞ্জ-কিউল সেকশনের সবুরে ট্র্যাকশন সাব-স্টেশন চালু হল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পূর্ব রেলওয়ের মালদহ ডিভিশনের উদ্যোগে সাহেবগঞ্জ-কিউল সেকশনের সবুরে 132/25 কেভি ট্র্যাকশন সাব-স্টেশন চালু হল। এ দিন বোতাম টিপে নবনির্মিত এই ট্র্যাকশন সাব-স্টেশনের উদ্বোধন করেন, পূর্ব রেলওয়ের মালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যতীন্দ্র কুমার।

জানা গেছে, মালদহ ডিভিশনের সাহেবগঞ্জ-কিউল সেকশনের সবুরে 132/25 কেভি ট্র্যাকশন সাব-স্টেশন চালু হওয়ার ফলে সাহেবগঞ্জ-কিউল সেকশনের বিক্রমশিলা এসপি থেকে সুলতানগঞ্জ এসপি এবং ভাগলপুর-দুমকা সেকশনের শাখা লাইনে ভাগলপুর এসপি পর্যন্ত ওভারহেড লাইনে প্রয়োজনীয় নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে।

সবুর ট্র্যাকশন সাব-স্টেশন চালু হওয়ার ফলে ডিজেল ট্র্যাকশনকে বৈদ্যুতিক ট্র্যাকশনে রূপান্তর নিশ্চিত করবে। পাশাপাশি এই লাইনে আরো বৈদ্যুতিক ট্রেন চালু করা যাবে এবং কার্বন নিঃসরণ শূন্যে পরিণত হবে। এই উপলক্ষে চিরসবুজের বার্তা নিয়ে ডিআরএম যতীন্দ্র কুমার সবুর ট্রাকশন সাব সেন্টারে বৃক্ষরোপন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =