নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। বর্ষাকালে দেখলে বোঝা যাবে না রাস্তা না কোন ছোট-খাটো জলাশয়। বারবার বলার পরেও হয়নি সংস্কার। বিক্ষোভ এলাকাবাসীর। বেহাল রাস্তা নিয়েও তুঙ্গে তৃণমূল- বিজেপির রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের নানারাই গ্রামের নানারাই থেকে হাজীপুর, রাধিকাপুর হয়ে বিহার যাওয়ার রাস্তার অবস্থার বেহাল দশা। এতটাই খারাপ রাস্তার অবস্থা প্রায় হাঁটু সমান কাদা জল জমে থাকছে সব সময়। চলাচলের অযোগ্য রাস্তা। বাইক বা সাইকেল নিয়ে যেতে গিয়ে পড়ে যাচ্ছে মানুষজন। ওই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে সমস্যার মুখে পড়ছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
এদিকে ২০১৮ সাল থেকে সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে শাসকদল। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক বারবার অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। ভোটের আগে রাস্তা মেরামতি করার প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট পেরিয়ে গেলে আর দেখা পাওয়া যায়নি জন-প্রতিনিধিদের।
গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় না, বলে তিনি রাস্তা ঠিক করার ব্যাপারে কর্ণপাত করছেন না। এক কথায় বেহাল রাস্তা নিয়ে নাজেহাল এলাকাবাসী। তাই এবার কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে দেখানো হল অভিনব প্রতিবাদ।