নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে বাঁশের সেতু নিয়ে যাতায়াত।মালদার মানিকচকের নাজিরপুর এলাকায় উপর দিয়ে বয়ে গেছে কালিন্দ্রী নদী তা হাহাজান ঘাট নামে পরিচিত।প্রতিদিন বেড়ে চলেছে নদীর জল বইছে প্রবল স্রোত।ফলে যেকোন সময় তলিয়ে যেতে পারে এই বাঁশের সেতু।
বাঁশের সেতু ছুয়ে হুহু করে বয়ে চলছে জল।তারই উপর দিয়ে চলছে বিপদ জনক ভাবে যাতায়াত।সাইকেল,মোটর বাইক কিছুই বাদ নেই।কোন রকমভাবে মেরামত করে যাতায়াতের ব্যবস্থা করেছেন স্থানীয় এলাকাবাসী।জানা গেছে,এই বাঁশের সেতু নদীতে তোলিয়ে গেলে বিপাকে পরবে লক্ষীকোল,হরিপুর,লস্করপুরের-সহ প্রায় কয়েক হাজার নিত্য যাএী।তাদের একমাএ ভরসা এই সেতু।
মানিকচক হাসপাতাল সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আসতে এই সেতু ভরসা।নইলে সেই বাহারাল হয়ে প্রায় পাঁচ সাত কিলোমিটার পথ বেশি ঘুরে আসতে হবে তাদের।এছাড়াও প্রচুর ছাএছাএীরা যাতায়াত করে। তবু মেরামত করছে এলাকাবাসী।প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।