নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: ১জুলাই থেকে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ দেন রাজ্য সরকার। সেই মত প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে। সরকার বিভিন্ন জায়গায় নজরদারি চালিয়েছে এই প্লাস্টিক বন্ধের জন্য। কিন্তু প্লাস্টিকের বন্ধের পর ও মাটির ভাঁড়ের বিক্রি বাড়েনি।
বরং কাগজে কাপের বিক্রি বেশি বেড়ে গিয়েছে। এর ফলে মাটির ভাঁড় তৈরির কর্মীরা মাথায় হাত দিয়েছে। তাদের ব্যবসা বন্ধের পথে। কারণ মাটির ভাঁড়ের চা বিক্রি করলে তার দাম কাগজের ভরের থেকে বেশি পড়ে। স্বভাবতই ক্রেতারা সেই কারনে ভাঁড়ে চা খেতে চাননা। তাই তারা এখন সংকটে রয়েছে। সরকার যদি একটু নজর দেয় তাহলে উপকৃত হবে তাদের এই শিল্প।