নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব মেদিনীপুরে সভা পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই তদন্ত চেয়ে পোষ্টার। শিল্পনগরী হলদিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে সিবিআই তদন্ত চেয়ে পোষ্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষক দিবসের সকালে এই পোস্টারকে ঘিরে রীতিমতন শিল্প শহরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
কে বা কারা এই পোস্টার ফেলেছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এই পোষ্টার ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।বিরোধীদল বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা শাসক দলের চক্রান্ত। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস পুরোপুরি অস্বীকার করেছে।
জানাগেছে, সোমবার সকালে শিল্পনগরী হলদিয়া য় বিভিন্ন এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবী জানিয়ে পোষ্টার পড়লো। হলদিয়া সব বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লক্ষ্য করা যায়। এই পোস্টার সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পনগরীতে।
এই পোষ্টার পুরোপুরি শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্বরা। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি বলেন ” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে এটা তৃণমূল কংগ্রেসের গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছি।
যদি সৎ সাহস থাকে ব্যবস্থা গ্রহণ করুক না। তিনি আরও অভিযোগ করে বলেন ” শাসকদল তৃণমূল কংগ্রেস এখন সব রকমের দুর্নীতি সাধারণ মানুষ জেনে ফেলেছে। এইসব করেই মোড় ঘোরানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস “।
যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল নেতা বলেন ” এই ঘটনার সঙ্গে শাসক দল কোনভাবেই যুক্ত নয়। এটা জনগণের বহিঃপ্রকাশ। বিজেপি এনিয়ে অহেতুক রাজনীতি করছে।যদি দুনীতি করে না থাকেন তাহলে এত ভয় কিসের “।