নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লালগোলা :: মুর্শিদাবাদের লালগোলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মিটিংয়ে রীতিমতো ধ্বস্তাধস্তি, হাতাহাতির ছবি ধরা পড়লো । সূত্রের খবর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত তৃণমূলের ওই সাংগঠনিক মিটিংয়ের মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মহম্মদ আলী, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ স্থানীয় দলীয় নেতৃত্ব।
অভিযোগ- ওই মিটিংয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে আমন্ত্রণ জানানো হলেও তাকে মঞ্চে বসার জন্য চেয়ার দেওয়া হয়নি। মূলত এই অপমান সহ্য করতে না পেরে যুব সভাপতি ফারুক আব্দুল্লাহ সহ তার অনুগামীরা প্রথমত বিক্ষোভ দেখাতে শুরু করে মঞ্চের সামনে দাঁড়িয়ে। এরপর দুই পক্ষের বাকবিতন্ডা গড়ায় হাতাহাতিতে।
দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে চলে হাতাহাতি। অবশেষে ওই মিটিংয়ে উপস্থিত বিধায়ক ও মন্ত্রীর দেহরক্ষীরা মঞ্চে উঠে কোনো ক্রমে সামাল দেয় উশৃংখল ওই পরিস্থিতি। শেষ অবধি সাংগঠনিক ওই মিটিং অসম্পূর্ণ রেখে মঞ্চ ছেড়ে যেতে বাধ্য হন তৃণমূল বিধায়ক মহম্মদ আলী ও মন্ত্রী আখরুজ্জামান।
উল্লেখ্য- তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এদিন শুধু এখানেই নয়, পঞ্চায়েত নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে -তৃণমূল দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায়।