ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ হাওড়া পুরনিগমের। গোটা টিম নিয়ে সারপ্রাইজ এলাকা পরিদর্শনে এলেন প্রশাসনিক প্রধান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ইতিমধ্যেই নাজেহাল অবস্থা হাওড়া পুরসভায়। ইতিমধ্যেই মৃত্যুর ঘটনাও ঘটেছে ডেঙ্গুর কারণে। এবার স্বাস্থ্য দপ্তরের গোটা টিম নিয়ে এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়লেন হাওড়া পুরনিগমের প্রশাসনিক প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী।

সোমবার সকালে গোটা দল নিয়ে তিনি হাজির হন ৮ নম্বর ওয়ার্ডের পি রোড এলাকায়। এই এলাকার বাসিন্দার অক্ষয় মজুমদারের গত ৩১শে আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। ওই এলাকার প্রধান রাস্তা ছাড়াও লোকের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন পুরসভার গোটা দল। কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে।

এলাকায় সেভাবে জ্বরের প্রকোপ না থাকলেও এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার রাখার জন্য তাদের আহ্বান জানান। একইসঙ্গে তিনি কথা বলেন ওই এলাকায় কর্মরত পুরসভার সাফাই কর্মী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। সুজয় চক্রবর্তী জানান, এটি তাদের সারপ্রাইজ ভিজিট নয়, রুটিন ভিজিট ।

এর আগে তারা উত্তর হাওড়ার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছিলেন। এদিন তারা শিবপুর বিধানসভা কেন্দ্রের ৮, ৯ ও ৫০ নম্বর ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছেন। এই পরিদর্শনে আসলে স্থানীয় সাফাই কর্মী অথবা স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়ে। এটা একটা টিম ওয়ার্ক, যেখানে পুর কর্মীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eleven =